পূর্বধলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ও ক্রেস্ট বিতরণ
ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আজ সোমবার বিশ্ব জনসংখ্যা দশফিকুল আলম শাহীন : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুন্যের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় আজ সোমবার বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রিজওয়ানা কবিরের সভাপতিত্বে ডা. নিয়াজ মাহমুদুল হুদা পাঠানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দে,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য আহাম্মদ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এম এ মান্নান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ইসতিয়াক আহমেদ বাবু, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পরিবার পরিকল্পনা কল্যাণ সহকারী তাহমিনা ইয়াসমিন,পরিবার পরিকল্পনা পরিদর্শক মুস্তাইন বিল্লাহ আল আমেরি রবিন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সাইয়্যেদা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে কর্মরতদের কাজের মূল্যায়নের ভিত্তিতে পাঁচ ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পাঁচজনকে পুরষ্কৃত করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন