পূর্বধলায় সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট
নেত্রকোণার পূর্বধলায় এক সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটপূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় এক সংখ্যালঘু স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার হোগলা ইউনিয়নের সোহাগীডহর গ্রামের স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র বণিকের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।আজ বুধবার (৯ জুলাই) সকালে নেত্রকোণা সদর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) সজল কুমার সরকারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এর আগে গত রবিবার রাত ৮টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ী মানিক চন্দ্র বণিক জানান, গত রবিবার তিনি তার স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তখন বাসায় ছিল তার বৃদ্ধা মা ও দোকানের এক কর্মচারী। রাত ৮টার দিকে ৫/৭ জনের একটি ডাকাতদল দেশীয় ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে তার বাড়িতে হানা দেয়।
ডাকাতরা ঘরে ঢুকে প্রথমে তার মা ও দোকানের কর্মচারীকে বেঁধে ফেলে। পরে আলমারি ও লকার ভেঙে তার স্ত্রীর ১২ ভরি স্বর্ণালঙ্কার, দোকানের ১০ ভরি স্বর্ণ, প্রায় ২০০টি সোনার নাকফুল, ১০০ ভরি রূপা এবং নগদ ৪ লাখ ২৮ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয় হোগলা ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ারদি মীর বলেন, রবিবার এশার নামাজের পর আমারা মানুষের কোলাহল শুনে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি মানিকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্বাধীনতা সংগ্রামের পর আমাদের এলাকায় এ রকম ঘটনা ঘটেনি। আশা করি আইনশৃংঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখবে।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, ঘটনার পর খবর পেয়ে আমি রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। আজ উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি।
একটি মন্তব্য পোস্ট করুন