পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা
নেত্রকোণার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে বেবী আক্তার (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে বেবী আক্তার (১৯) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজ আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, বেবী আক্তার আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সবার অজান্তে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেচিঁয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ নূরুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কি কারণে আত্মহত্যা করেছে প্রকৃত কারণ জানাযায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একটি মন্তব্য পোস্ট করুন