{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলায় ১৯ মামলার পলাতক আসামী যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলায় হত্যা, ড্কাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ ১৯ মামলার পলাতক আসামী যুবলীগ নেতা বুলবুল মীর (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পূর্বধলা সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় হত্যা, ড্কাতি, চাঁদাবাজি ও দস্যুতাসহ ১৯ মামলার পলাতক আসামী যুবলীগ নেতা বুলবুল মীর (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শনিবার (২৩ আগস্ট) সকালে নেত্রকোনা ডিবি ও পূর্বধলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গুচ্ছ গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বুলবুল মীর উপজেলার হোগলা ইউনিয়নের চলিতডহর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তিনি উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য ছিলেন।,

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান জানান, গ্রেপ্তারকৃত বুলবুল মীরের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা, ডাকাতি, চাঁদাবাজি,দস্যুতা, পুলিশের ওপর হামলা, মারামারি, সরকারি গোডাউনে চুরি ও অস্ত্র মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।,

এদিকে তার গ্রেপ্তারের খবরে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্ট দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুলবুল মীরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ১৯টি মামলা রয়েছে। ‘রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।,

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন