পূর্বধলায় নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নেত্রকোনার পূর্বধলায় ১৫ লিটার চোলাই মদসহ শম্পা রানী মনি ঋষি (৫০) নামের এক নারী ও ১৯০ গ্রাম গাঁজাসহ আবুল কাশেম (৭৫) নামের ওপর এক মাদক ব্যবসায়ীকে আটক করপূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার পূর্বধলায় ১৫ লিটার চোলাই মদসহ শম্পা রানী মনি ঋষি (৫০) নামের এক নারী ও ১৯০ গ্রাম গাঁজাসহ আবুল কাশেম (৭৫) নামের ওপর এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট ) দিবাগত রাতে পৃথক অভিযানে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত শম্পা রানী মনি ঋষি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গরুহাট এলাকার সুমন ঋষির স্ত্রী। অপরদিকে আবুল কাশেমের বাড়ী পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন