{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

এমপি বেলালের পিএস সেলিম জাহাঙ্গীর,ময়মনসিংহে আটক

সেলিম জাহাঙ্গীর চলতি বছরের জুলাই মাসে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার পলাতক আসামি ছিলেন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের রাজনীতিতে বহুল আলোচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল। রাজনৈতিক জীবনের উত্থান-পতনের পাশাপাশি তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাও নানা সময় ছিলেন আলোচনায়। এবার আলোচনায় এসেছেন তাঁর ব্যক্তিগত সহকারী (পিএস) ও পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক সেলিম জাহাঙ্গীর।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ শহরের জেলা স্কুল মোড় এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে। তিনি উপজেলার সদর ইউনিয়নের লাউজানা গ্রামের বজলুল করিম ওরফে তারা মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সেলিম জাহাঙ্গীর চলতি বছরের জুলাই মাসে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের এক মামলার পলাতক আসামি ছিলেন। মামলাটি দায়ের করেছিলেন থানার ২নং পুলিশ ফাঁড়ির এসআই কাইয়ুম। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।,

পেশায় শিক্ষক হলেও সেলিম জাহাঙ্গীর বরাবরই রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এমপি বেলালের ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি নানা সময় আলোচনায় এসেছেন। স্থানীয় সূত্র বলছে, শিক্ষা পেশার বাইরে প্রশাসনিক প্রভাব খাটানো, নিয়োগ-বদলি ও ব্যবসায়িক সুবিধা আদায়ে তাঁর নাম ঘুরে বেড়াত।,'

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন