পূর্বধলায় বাসচাপায় নিহত সেই নারীর পরিচয় মিলেছে
পূর্বধলায় বাসচাপায় নিহত তরুণীর পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। তিনি বৃষ্টি আক্তার (২৫)। তার বাড়ি ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় বাসচাপায় নিহত তরুণীর পরিচয় অবশেষে শনাক্ত হয়েছে। তিনি বৃষ্টি আক্তার (২৫)। তার বাড়ি ময়মনসিংহ সদরের ঢোলাদিয়া গ্রামে। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। প্রায় দুই মাস আগে তার বিয়ে হয় পূর্বধলা সদর ইউনিয়নের পূর্বধলা পশ্চিমপাড়া গ্রামের রুবেল মিয়ার সঙ্গে। এর আগে প্রথম বিয়ে হয়েছিল নিজ এলাকায়, তবে তা টেকেনি।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড় ইলাশপুর (চৌরাস্তা) এলাকায় ময়মনসিংহ থেকে বিরিশিরি গামী ঢাকা মেট্রো চ-৮৮৪৩ নম্বরের একটি যাত্রীবাহী বাস বৃষ্টি আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তিনি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন।প্রথমে নিহত নারী অজ্ঞাত থাকলেও পরে স্বজনরা থানায় গিয়ে লাশ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
একটি মন্তব্য পোস্ট করুন