পূর্বধলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান,এর সভাপতিতেত্ব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খোকন, সাংবাদিক হাবিবুর রহমান প্রমুখ।
এর আগে ফায়ার সার্ভিসের সদস্যরা শিক্ষার্থী ও উপস্থিত সকলকে অগ্নিকাÐ দ্রæত নিবারণের উপর বাস্তবভিত্তিক মোহড়া প্রদর্শন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন