{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

জেলা প্রশাসকের মানবিক পদক্ষেপে বদলে গেল একটি অসহায় পরিবারের ভাগ্য

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সেপটিক পচনে আক্রান্ত এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্ম
খবরের অডিও ফাইলটি শুনতে নিচের প্লে-বাটনে ক্লিক করুন-

শফিকুল আলম শাহীন, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সেপটিক পচনে আক্রান্ত এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন থেকে বিষয়টি নজরে আসার পর জেলা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে বদলে যায় ওই পরিবারের ভাগ্য।

জানা গেছে, পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের বাসিন্দা শহীদ মিয়া (৪২) প্রায় তিন মাস ধরে পায়ে সেপটিক পচনে ভুগছেন। চিকিৎসার খরচ চালাতে না পেরে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন তিনি। পরিবারে চরম অর্থকষ্ট, চিকিৎসার অভাব ও খাদ্যসংকটের করুণ চিত্র স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হলে জেলা প্রশাসক দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

তারই ধারাবাহিকতায় ৮ অক্টোবর পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিছুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান; শহীদ মিয়ার বাড়িতে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন এবং প্রাথমিক খাদ্য সহায়তা প্রদান করেন।

পরবর্তীতে ১৩ অক্টোবর বিকেলে ইউএনও শহীদ মিয়ার হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ হাজার টাকা অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন।

ইউএনও আনিছুর রহমান খান জানান, জেলা প্রশাসক শহীদ মিয়ার পরিবারের জন্য শুধু অর্থ সহায়তা নয়, বরং তাদের ভাঙা ঘর মেরামত এবং ভবিষ্যৎ জীবিকার জন্য কর্মসংস্থান সৃষ্টিরও নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সহায়তা পেয়ে শহীদ মিয়া ও তার পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা জানান, “আমরা ভাবতেও পারিনি, প্রশাসন আমাদের খবর নেবে। আজ মনে হচ্ছে, আমরা একা নই।”

এই ঘটনাটি আবারও প্রমাণ করলো— স্থানীয় সংবাদমাধ্যমের সোচ্চারতা ও প্রশাসনের মানবিক পদক্ষেপ কিভাবে একটি অসহায় পরিবারের জীবনে আশার আলো জ্বালাতে পারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন