পূর্বধলায় খোলা বাজারে ভেজাল পেট্রোল-অকটেন বিক্রি, ওজনে কম ও দাম বেশি নেওয়ার অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খোলা বাজারে প্রকাশ্যে ভেজাল জ্বালানি—পেট্রোল ও অকটেন—বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন,শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় খোলা বাজারে প্রকাশ্যে ভেজাল জ্বালানি—পেট্রোল ও অকটেন—বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে ভোক্তারা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ইঞ্জিনে দ্রুত ত্রুটি দেখা দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীনভাবে রাস্তার পাশে স্থাপিত টিনশেডের দোকান ও অস্থায়ী ড্রাম থেকে জ্বালানি বিক্রি হচ্ছে। এসব স্থানে দীর্ঘদিন ধরে ‘ওজনে কম, দামে বেশি’ নেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীরা জানান, লিটারপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে।উপজেলা সদরের ইলাশপুর চৌরাস্তা এলাকায় “মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড” নাম ব্যবহার করে এক দোকানের পেট্রোল বিক্রির রশিদে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া হয়েছে বলে দেখা গেছে।
ওই দোকানের কর্মচারী সাকিল আহমেদ জানান, “ভোক্তাদের সুবিধার্থে আমরা প্লাস্টিক বোতলে পেট্রোল ও অকটেন বিক্রি করি। সেখানে কিছু এদিকসেদিক হতে পারে।”অভিজ্ঞ মহলের মতে, অনেক বিক্রেতা বড় কোম্পানির নাম ব্যবহার করে স্থানীয়ভাবে মানহীন বা অন্য পদার্থ মিশ্রিত তেল সংগ্রহ করেন। প্রশাসনের নিয়মিত নজরদারি ও অনুমোদনবিহীন এসব বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে ভেজাল, ওজনে কম দেওয়া এবং মূল্যবৃদ্ধির মতো প্রতারণা বন্ধ করা সম্ভব হবে।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান বলেন, “খোলা বাজারে দাহ্য পদার্থ বিক্রি সম্পূর্ণ বেআইনি। আমরা দ্রুত এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”



একটি মন্তব্য পোস্ট করুন