{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় জনতা ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

নেত্রকোনার পূর্বধলায় জনতা ব্যাংক পিএলসি’র নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের পূর্বধলা বাজারে উৎসবমুখর পর

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় জনতা ব্যাংক পিএলসি’র নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের পূর্বধলা বাজারে উৎসবমুখর পরিবেশে শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ এর মহাব্যবস্থাপক ফারজানা খালেক।

অনুষ্ঠানে পূর্বধলা শাখার ব্যবস্থাপক মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান খান, জনতা ব্যাংক পিএলসি বিভাগীয় কার্যালয়ের ডিজিএম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এরিয়া অফিস নেত্রকোনার এজিএম সাখাওয়াত হোসেন সিদ্দিকী প্রমুখ।

বক্তারা বলেন, “জনতা ব্যাংকের এই নতুন শাখা পূর্বধলার আর্থিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে। কৃষি, ক্ষুদ্র ব্যবসা ও সঞ্চয় কার্যক্রমে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, নতুন শাখা স্থাপনের ফলে ব্যাংকিং সেবা এখন তাদের হাতের নাগালে, যা সময় ও ব্যয়ের সাশ্রয় ঘটাবে।

উল্লেখ্য, ব্যাংকের এই শাখাটি পূর্বে উপজেলার জারিয়া ইউনিয়নের জারিয়া বাজারে ‘জনতা ব্যাংক পিএলসি জারিয়া ঝানজাই শাখা’ নামে পরিচালিত হতো। পরবর্তীতে তা স্থানান্তরিত হয়ে উপজেলা সদরে এসে ‘জনতা ব্যাংক পিএলসি পূর্বধলা শাখা’ নামে নবযাত্রা শুরু করেছে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন