পূর্বধলায় তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ফুঁসে উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।....পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কর্তৃক পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে ফুঁসে উঠেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ জনতা।
আজ সোমবার (৬অক্টোবর) বাদ জোহর উপজেলা সদরের পূর্বধলা বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে পূর্বধলা জামে মসজিদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, পূর্বধলা জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, হযরত মাওলানা ইয়াছিন আল হোসাইন, উপজেলা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবদুর রহিম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ প্রমুখ। এসময় স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা কোরআন অবমাননার মতো জঘন্য কাজের তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত ছাত্র অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। তারা সরকারের কাছে দ্রæত এবং কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান, যাতে ভবিষ্যতে আর কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার সাহস না পায়।
অপরদিকে একই দাবিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা যাত্রাবাড়ী মাদরাসা প্রাঙ্গণ থেকেও বাদ জোহর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিশকাকুনী ইউনিয়নের সর্বস্তরের তৌহিদি জনতা অংশ নেন।
উল্লেখ্য, সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পবিত্র কোরআন শরিফ অবমাননার অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন