পূর্বধলায় জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।শফিকুল আলম শাহীন, পূর্বধলা (নেত্রকোনা)শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ) বিকালে তিনি উপজেলা সদরের পূর্বধলা সর্বজনীন পূজা মন্দির, উত্তর কালী বাড়ি কালী মন্দির ও শ্যামগঞ্জ মার্ত সংঘ মন্দির এবং রাধা গবিন্দ মাঝি পাড়া পূজা মন্ডপ ঘুরে পূজার সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও ভক্ত-দর্শনার্থীদের অবস্থান প্রত্যক্ষ করেন।এ সময় জেলা প্রশাসক পূজায় আগত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের কাছ থেকে নানা দিক সম্পর্কে খোঁজখবর নেন। পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ও তাদের দায়িত্ব পালনের বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। পূজার সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ”
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ পিপিএম, পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান , সহকারি কমিশনার ভূমি জাকিয়া সুলতানা রোজি, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম ,পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক বিভিন্ন মন্ডপের আয়োজকদের ধন্যবাদ জানান এবং সকলকে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
একটি মন্তব্য পোস্ট করুন