পূর্বধলায় আওয়ামী লীগ নেতা হেলাল মিয়া গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলায় মো. হেলাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ধোপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় মো. হেলাল মিয়া (৬০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার ধোবারুহী গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হেলাল মিয়া উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধোবারুহী গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে ও ৮নং বিশকাকুনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানার মামলা নং–০১, তারিখ ০১-১২-২৪, ধারা–১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ ও দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামী ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন