দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুমা তালুকদার ঢাকায় গ্রেফতার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমাকে আজ বুধবার (৫ নভেম্বর ) সকালেদুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেত্রী জান্নাতুল ফেরদৌস তালুকদার ঝুমাকে আজ বুধবার (৫ নভেম্বর ) সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম পূর্বকন্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা যায়, ঝুমা তালুকদার জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
তিনি নেত্রকোনা-১ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের মেয়ে।
গত দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস তালুকদার ওরফে ঝুমা তালুকদার পদত্যাগ করেন।
দ্বাদশ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি। শেষ পর্যন্ত দল তাকে মনোনয়ন দেয়নি।


একটি মন্তব্য পোস্ট করুন