{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ খ্রিস্টাব্দ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলা থানার ওসি নূরুল আলম আবারও জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। দায়িত্বশীলতা, কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ এ সম

শফিকুল আলম শাহীন :  নেত্রকোনা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। দায়িত্বশীলতা, কর্মদক্ষতা, সততা ও নেতৃত্বগুণের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেন তিনি।

এটি তার প্রথম নয়— দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলেন নূরুল আলম। এর আগে, ২০২৫ সালের আগস্ট মাসেও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি।

সোমবার (১০ অক্টোবর) নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নূরুল আলমের নাম ঘোষণা করা হয়। সভায় জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) শ্রেষ্ঠ ওসি নূরুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে পূর্বধলা থানার নেতৃত্বে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

ওসি নূরুল আলম ২০২৫ সালের ৮ মার্চ পূর্বধলা থানায় যোগদানের পর থেকেই এলাকাজুড়ে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ব্যাপক পরিবর্তন আনেন। থানায় সাধারণ মানুষ এখন সহজে প্রবেশ করতে পারে, অভিযোগ জানাতে পারে এবং ন্যায়বিচারের আশায় নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, “আগে থানায় যেতে ভয় লাগত, এখন মনে হয় নিজের বাড়িতে যাচ্ছি।”

এই আস্থার পেছনে রয়েছে নূরুল আলমের সরলতা, মানবিক দৃষ্টিভঙ্গি ও দায়িত্ববোধ। তিনি প্রায়ই সরেজমিনে মাঠে গিয়ে মানুষের খোঁজখবর নেন, গ্রামে গ্রামে সচেতনতা সভা করেন এবং তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগেও অংশ নেন।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি নূরুল আলম বলেন, “পূর্বধলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব। এই সম্মাননা আমাকে আরও উৎসাহিত করবে— যেন আমি জনগণের প্রত্যাশা পূরণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারি।”

তিনি আরও বলেন, “এই পুরস্কার শুধু আমার একার নয়; এটি পুরো থানার সদস্যদের যৌথ পরিশ্রমের ফল। আমরা সবাই চাই জনগণ পুলিশের কাছে আস্থা রাখুক, ভয় নয়।”

দুই মাসের ব্যবধানে দুইবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়া খুব সাধারণ ঘটনা নয়। এ অর্জনের পেছনে রয়েছে একনিষ্ঠ পরিশ্রম, পেশাদারিত্ব এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক।

নেত্রকোনা জেলা পুলিশের কর্মকর্তারা বলছেন, “ওসি নূরুল আলম একজন উদাহরণযোগ্য কর্মকর্তা। তিনি শুধু প্রশাসনিকভাবে নয়, নৈতিক দিক থেকেও অনুপ্রেরণাদায়ী।”

আজকের দিনে যেখানে পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে, সেখানে নূরুল আলম যেন এক আলোকবর্তিকা। তার নেতৃত্বে পূর্বধলা থানা এখন অনেকের কাছে ‘জনবান্ধব থানা’ হিসেবে পরিচিত।

তার এই সাফল্য প্রমাণ করে, দায়িত্ববোধ ও আন্তরিকতা থাকলে পুলিশ ও জনগণের মধ্যে আস্থার সেতু গড়ে তোলা সম্ভব।

ওসি মোহাম্মদ নূরুল আলমের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়— এটি পূর্বধলা থানার প্রতিটি সদস্যের প্রেরণা, নেত্রকোনা জেলা পুলিশের গর্ব এবং পুরো সমাজের জন্য এক ইতিবাচক বার্তা।

তার মতো কর্মকর্তারাই প্রমাণ করছেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশও হতে পারে জনগণের পরম বন্ধু, আশ্রয় ও আস্থার নাম।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন