পূর্বধলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দেশব্যাপী চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।,
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, আশরাফুল ইসলাম কিরণকে পূর্বধলা থানার মামলা নং-০১ (তারিখ: ১ ডিসেম্বর ২০২৫) অনুযায়ী ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।,
অপরদিকে, মো. সাইফুল ইসলাম খানকে মামলা নং-২৮ (তারিখ: ২৩ নভেম্বর ২০২৪) অনুযায়ী ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন (সংশোধিত ২০১৩) এর ৬/১০/১১/১২/১৩ ধারায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার করা হয়।, সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।,’


একটি মন্তব্য পোস্ট করুন