{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

আজ খ্রিস্টাব্দ,

⦿ এই মাত্র পাওয়া

নেত্রকোনার ৫টি আসনে বিভিন্ন দলের ৩০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি আসনেই বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

নেত্রকোনা - ১ (দুর্গাপুর ও কলমাকান্দা) :

এ আসনে ৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি থেকে জমা দিয়েছেন ব্যারিষ্টার কায়সার কামাল , স্বতন্ত্র প্রার্থী মো. লুৎফর রহমান (ডিপ্টি), জাতীয় পার্টি মো. আনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ  মো. আ. মান্নান (সোহাগ), জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি মো. বেলাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশ গোলাম রব্বানী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে মো. আলকাছ উদ্দিন মীর  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-২ (নেত্রকোনা সদর ও বারহাট্টা):

নেত্রকোনা-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭জন। এর মধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মো. আনোয়ারুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এনামুল হক, জাতীয় পার্টির এবিএম রফিকুল হক তালুকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশের  মো, আব্দুল কাইয়ুম,বাংলাদেশ খেলাফত আন্দোলনের আব্দুর রহিম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মো. ফাহিম রহমান খান পাঠান, ইসলামী ঐক্য জোটের মো. শরিফ উদ্দিন তালুকদার,  মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নেত্রকোনা-৩  (কেন্দুয়া ও আটপাড়া):

কেন্দুয়া ও আটপাড়া উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন। এর মধ্যে বিএনপির রফিকুল ইসলাম হিলালী, জাতীয় পার্টির মো. আবুল হোসেন তালুকদার, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মো. শামছুদ্দোহা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাইরুল কবীর নিয়োগী ও  স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নেত্রকোনা-৪ (খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ):

নেত্রকোনা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬জন। এরমধ্যে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফুজ্জামান বাবর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আল হেলাল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জলি তালুকদার, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি চম্পা রানী সরকার, স্বতন্ত্র তাহমিনা জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. মোখলেছুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

নেত্রকোন-৫ (পূর্বধলা):

পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত নেত্রকোনা-৫ আসনে  মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪জন। এরমধ্যে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. আবু তাহের তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাছুম মোস্তফা, জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান আজাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো.: নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন।


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন