পূর্বধলায় কৃষক লীগ নেতা মোতালেব গ্রেপ্তার
পূর্বধলায় আব্দুল মোতালেব (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: দেশব্যাপী চলমান ডেভিল হান্ট-২ অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় আব্দুল মোতালেব (৪৮) নামের এক কৃষক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোতালেব উপজেলার গাইলাড়া গ্রামের মৃত মইজ উদ্দিনের ছেলে ও ৮ নং বিশকাকুনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক।পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ হাসান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পূর্বধলা থানার মামলা নং-০১,তারিখ ০১-১২-২০২৫. ধারা- ১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩/৪/৬ তৎসহ পেনাল কোড আইনের ১৪৩/৩২৩/১১৪ এর মামলার ঘটনার সহিত জড়িত মর্মে সন্দিগ্ধ আসামী ছিলেন।


একটি মন্তব্য পোস্ট করুন