পূর্বধলায় তিন যুবকের বিতর্কিত ভাইরাল ভিডিও নেটিজেনদের ক্ষোভ
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে ধারণ করা একটি ১২ সেকেন্ডের ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ ও প্রকাশের সঙ্গে জড়িত ছিলেন, উপজেলার নারায়নডহর গ্রামের মৃত ওয়াসিমের ছেলে রোমান (১৮), স্কেটিং করা যুবক রাকিব (১৮) তারা দুইজন জমজ ভাই। এবং তরুণীর ভূমিকায় অভিনয় করা উপজেলার নসিবপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে হানিফ (১৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত দুই ভাই দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। সেই ধারাবাহিকতায় ভিউ বাড়ানোর জন্য আলোচিত ভিডিওটি নির্মাণ করা হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহল থেকে এ ধরনের কর্মকান্ডকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
ঘটনার পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে রয়েছেন। তাদের মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল বলেন, এই ধরনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে স্কুলপড়ুয়া ছাত্রীদের মধ্যে ভীতি সৃষ্টি করছে। আমি মনে করি এধরনের ভিডিও নির্মাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদরুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে জড়িতরা বর্তমানে আত্মগোপনে রয়েছে। ভিডিও আপলোডকৃতরা তাদের পেইজটি ইতোমধ্যে অপসারণ করে ফেলেছে। তবে তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পূর্বধলা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।.


একটি মন্তব্য পোস্ট করুন