রাষ্ট্রীয় মর্যাদায় দাফন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দ
নেত্রকোনা জেলা মুবিÍযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (অর্থ) ও পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলা মুবিÍযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (অর্থ) ও পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল আকন্দ (৭৬) সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পূর্বধলা উপজেলা সদরের মঙ্গলবাড়িয়া এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি... রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মঙ্গলবার বিকেল আড়াইটায় তাঁর নিজ গ্রামের বাড়ি পূর্বধলা উপজেলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজতৈনিক দলের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেন।,'

একটি মন্তব্য পোস্ট করুন