পূর্বধলায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বলসহ আটক ১
পূর্বধলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বলসহ সুরুজ আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আটককৃত সুরুজ আলী নেত্রকোনার দুর্গাপুর উপজেলারপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় কম্বলসহ সুরুজ আলী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । আটককৃত সুরুজ আলী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দশাল ঠাকুর বাড়ি কান্দা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে ।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের জালশুকা এলাকায় চেকপোস্ট বসিয়ে ১২ পিস ভারতীয় কম্বলসহ তাকে আটক করে ।পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রবিবার বিকেল ২টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা 'মা মেডিকেল' হলের সামনে পাহাড়ীকা ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৪৩) নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয় ।
বাসটি দুর্গাপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। তল্লাশিকালে বাসের ড্রাইভারের সিটের পেছনে এবং বাসের লকারের ভেতর বিশেষ কায়দায় রাখা ৩টি বড় গাট্টি পাওয়া যায়। উক্ত গাট্টিগুলো থেকে মোট ১২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা । কম্বলগুলোর প্যাকেটে 'Creta (INDIA)' লেখা স্টিকার যুক্ত ছিল ।
পূর্বধলা থানার ইন্সপেক্টর (তদন্ত) আরাফাতুল হক খাঁন জানান, এ ঘটনায় শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) উত্তম কুমার ভাট বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন । আসামীকে আদালতে পাঠানো হয়েছে। অবৈধ চোরাচালান রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন