পূর্বধলায় অপপ্রচারের প্রতিবাদে জামায়াতের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করা এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে তারা ভোটারদের প্রভাবিত করার অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় পূর্বধলা উপজেলা সদরের পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এসব অভিযোগ তুলে ধরা হয়।লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাছুম মোস্তফা ও তার অনুসারীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতারা দাবি করেন, দলটি একটি গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সব সময় নির্বাচনী আচরণবিধি মেনে চলে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতায় বিশ্বাস করে না।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, পূর্বধলা সদর ইউনিয়নের আমতলা এলাকায় ‘নওরোজ কোচিং সেন্টার’-এর আড়ালে জামায়াতে ইসলামীর একটি পেশাজীবী ইউনিট দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছে। ওই প্রতিষ্ঠান থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ‘ফ্যামিলিশপ’ নামে ভুয়া কার্ডের মাধ্যমে পণ্যসামগ্রী বিতরণ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে ইতিপূর্বে সহকারী রিটার্নিং অফিসারের মাধ্যমে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলেও জানানো হয়।
বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের কাছে তিনটি দাবি তুলে ধরে বিএনপি:
১) নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন,
২) মিথ্যা অভিযোগ দিয়ে ভোটারদের বিভ্রান্তকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ,
৩) পূর্বধলায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা।
সংবাদ সম্মেলন শেষে বক্তারা এলাকাবাসীর প্রতি কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণ ব্যালটের মাধ্যমেই সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, মো. সেলিম উদ্দিন, রুহুল আমিন ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার, মো. ইশতিয়াক আহম্মেদ বাবু, সালাউদ্দিন আহম্মেদ নওয়াব, মো. হাসনাতসহ দলীয় ও জমিয়তে ওলামাদলের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার বিকেলে নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রাার্থী মাছুম মোস্তফা উপজেলা সদরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এসময় তিনি বলেন, উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামের আমজাদ আলীর ছেলে সুরুজ্জামান দীর্ঘদিন ধরে আমতলা এলাকায় ভাড়া বাসায় ‘নওরোজ কম্পিউটার ট্রেনিং অ্যান্ড কোচিং সেন্টার’ পরিচালনার পাশাপাশি ‘ফ্যামিলি শপ’ নামে একটি মুদি দোকান চালিয়ে আসছিলেন।
সোমবার রাত আনুমানিক ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল দুর্বৃত্ত ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং সুরুজ্জামানকে মারধর করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের দাবী হামলার সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়িত।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, হামলা, ভাঙচুর ও লুটপাট সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

