এই মাত্র পাওয়া

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ২ হাজার ৩৯৮ জন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৫ (পূর্বধলা) সংসদীয় আসনে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট প্রদান করবেন ২ হাজার ৩৯৮ জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৭১২ জন এবং নারী ভোটার ৬৮৬ জন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীদের মধ্যে প্রবাসী ভোটার, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা ভোটাররাও রয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের শেষ সময়সীমা ছিল গত ৫ জানুয়ারি। ইতোমধ্যে নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

নির্বাচন অফিসের তথ্যমতে, নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ জন, নারী ভোটার ১ লাখ ৪২ হাজার ২১৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।

এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী আবু তাহের তালুকদার (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মাছুম মোস্তফা (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থী মুফতি নূরুল ইসলাম হাকেমি (হাতপাখা)।

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে প্রবাসী ও কর্মজীবী ভোটারদের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও