নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তি নিহত
নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথের চল্লিশএ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুই অটো রাইস মিল শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথের চল্লিশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল ইসলাম (২৫) ও দিনাজপুর জেলার চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪)।তারা দুই জনই নেত্রকোনার চল্লিশার জীবন কুমার সাহা'র মালিকানাধীন "তমাল তম্ময়" অটো রাইসমিলের শ্রমিক হিসেবে এক বছর যাবত কাজ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রাসেল ও আকাশ তাদের রাইসমিলের মিলের ৭/৮জন সহকর্মী নিয়ে মিলের পার্শে রেললাইনে ঘুরতে যায়। এসময় তারা রেল লাইনের উপর দিয়ে হেঁটে চল্লিশা স্টেশনে যাওয়ার সময় ঢাকা থেকে মোহনগঞ্জগামী "মোহনগঞ্জ এক্সপ্রেস" ট্রেনের ধাক্কায় দুই জন রাস্তার পাশে ছিটকে পড়ে।
তাদের সাথের লোকজন গুরুতর আহত অবস্থায় রাসেল ও আকাশকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দ নাথ তাদেরকে মৃত ঘোষণা করেন।
ডা. শ্রদ্ধানন্দ নাথ জানান, আকাশ ও রাসেল নামে দুই জনকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালে নিয়ে আসার আগেই তারা মারা গেছে। তাদের মাথা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের সাথে আসা লোকজনের তথ্য মতে তারা ট্রেনের ধাক্কায় মারা গেছে।
শ্যামগঞ্জ জিআরপি পুলিশ ফাঁড়ির এস আই নূরুল ইসলাম জানান, নেত্রকোনার চল্লিশায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুইজন লোক মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন