বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৪৫তম বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ জানুয়ারি) সকালে নেত্রকোনা সরকারি কলেজ মাঠে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে শিক্ষার্থী আফিয়া আদিবা তোয়া ও ফারিয়া বেগম জুইন এর সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবীর আহাম্মদ, জেলা বিএনপির প্রভাবশালী নেতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল মামুন খান রনি, কলেজের অধ্যক্ষ লুৎফুল হায়দার ফকির প্রমুখ।
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের হামদ, নাত পরিবেশনের পাশাপাশি সঙ্গীত ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।,
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।,'’

