এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ধানের শীষের পক্ষে আইনজীবী সমিতির প্রচারণা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছে দুর্গাপুর আইনজীবী সমিতির সদস্যরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে এ প্রচারণা চালানো হয়।

প্রচারণাকালে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী বলেন, আমরা মাঠপর্যায়ে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে প্রচারণা চালাচ্ছি। এলাকার উন্নয়নের স্বার্থেই আমরা আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন বলে আশা করি।,

এডভোকেট এম. এ. জিন্নাহ বলেন, এমপি নির্বাচিত না হয়েও ব্যারিস্টার কায়সার কামাল ব্যক্তিগত উদ্যোগে এ এলাকার জন্য যে কাজ করে যাচ্ছেন, তার তুলনা নেই। তিনি নির্বাচিত হলে এই আসনের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি শিবগঞ্জ বাজার এলাকার ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর আইনজীবী সমিতির এডভোকেট শাহনেওয়াজ আকঞ্জি, শহীদুল ইসলাম রেনু, অরবিন্দ শেখর রায়, সুরঞ্জন দাস, হায়াতুল ইসলাম জুয়েল, হোসনেআরা শিউলি, রোজিনা আক্তার মিম এবং শিক্ষানবিশ আইনজীবী মো. আব্দুল আহাদ।,'

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও