{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (৬৫) এক বৃদ্ধা মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে জারিয়া-ময়মনসিংহ  রেলপথের পূর্বধলা উপজেলার ভিতরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারি আব্দুল মোমেন জানান, আজ সকালে ঢাকা থেকে জারিয়া গামী ৪৯ নং বলাকা কমিউটার ডাউন ট্রেনটি বেলা ১১টার দিকে পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর পথিমধ্যে  ভিতরগাঁও নামক স্থানে ওই বৃদ্ধা ট্রেনের ধাক্কায় ঘনাস্থলেই নিহত হন। ধারণা করা হচ্ছে তিনি রেললাইনের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন