পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে - পূর্বকন্ঠ

শিরোনাম :

বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২০

পূর্বধলায় ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধার পরিচয় মিলেছে

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: নেত্রকোনার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় নিহত ওই অজ্ঞাত (৬৫) বৃদ্ধার পরিচয় মিলেছে। তার নাম পালিশা খাতুন। তিনি উপজেলার বাড়হা পশ্চিমপাড়া গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল তার পরিচয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার প্রায় সাড়ে তিন ঘন্টা পর ওই নিহত বৃদ্ধার ছেলে নবাব আলী তার মায়ের লাশ সনাক্ত করেন।

তিনি আরও জানান, বৃদ্ধা পালিশা খাতুন আজ বৃহস্পতিবার সকালে তার ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বাড়ি থেকে পায়ে হেটে রেল লাইনের পাশ দিয়ে উপজেলার বিশকাকুনী গ্রামে যাচ্ছিলেন।

পথে জারিয়া-ময়মনসিংহ  রেলপথের পূর্বধলা উপজেলার ভিতরগাঁও নামক স্থানে ঢাকা থেকে জারিয়া গামী ৪৯ নং বলাকা কমিউটার ডাউন ট্রেনের ধাক্কায় ঘনাস্থলেই তিনি নিহত হন।

কোন মন্তব্য নেই: