ডিমলায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ হাবিবুল হাসান হাবিব,ডিমলা প্রতিনিধি (নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ৫নং গয়াবাড়ী ইউনিয়নের মধ্য গয়াবাড়ী (মতির বাজার) নামক স্থানে একটি ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য সাহাবুল আলম জানান, আজ দুপুরে স্থানীয় লোকজন ধান ক্ষেতে অজ্ঞাতনামা ওই ব্যক্তির গলায় গরগর শব্দ শুনতে পেয়ে তাকে জানালে তিনি তাৎক্ষনিক অটোভ্যানে করে ওই ব্যক্তিকে ডিমলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
স্থানীয় ইউপি সদস্য সাহাবুল আলম জানান, আজ দুপুরে স্থানীয় লোকজন ধান ক্ষেতে অজ্ঞাতনামা ওই ব্যক্তির গলায় গরগর শব্দ শুনতে পেয়ে তাকে জানালে তিনি তাৎক্ষনিক অটোভ্যানে করে ওই ব্যক্তিকে ডিমলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
ডিমলা উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইকবাল আহম্মেদ জানান, ধারনা করা হচ্ছে তিনি কীটনাশক পানে মারা গেছেন। তবে হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশ নীলফামারী জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন