{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

নেত্রকোণায় আয়কর রিটার্ন দাখিল শুরু

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোণা ঃ  উৎসব মুখর ও মেলার পরিবেশে নেত্রকোণায় আয়কর রিটার্ন দাখিল শুরু হয়েছে। কর অঞ্চল ময়মনসিংহের সহকারী কর কমিশনার ফয়সাল সাইফুদ্দিন আহম্মেদ জানান, ২০২১-২২ কর বর্ষে রিটার্ন দাখিলের সময়সীমা হচ্চে ১লা জুলাই হতে ৩০ নভেম্বর পর্যন্ত।

প্রতি বছর উৎসব মুখর পরিবেশে আয়কর মেলা অনুষ্ঠিত হলেও মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের কারনে এ বছর আয়কর মেলা হচ্ছে না।  

তবে ব্যাক্তি, ব্যাবসায়ী, চাকরিজীবি, পেশাজীবিরা যাতে সহজে ও স্বাচ্ছন্দ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারে, তার জন্যে নেত্রকোণা আয়কর অফিসে সার্কেল ১৮,১৯,২০ ও ২২ কর সার্কেলে রিটার্ন গ্রহন ও অনলাইন রিটার্ন দাখিলের ক্ষেত্রে হেল্প ডেস্কের মাধ্যমে তথ্যসেবা ও পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন