চেয়ারম্যানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

চেয়ারম্যানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কুটুক্তির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে পিংনা ইউনিয়ন পরিষদে এ সাংবাদিক সম্মেলন করেন খন্দকার মোতাহার হোসেন চেয়ারম্যানের সমর্থকরা।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন-স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, শিক্ষক রেজাউল করিম, পিংনা জামে মসজিদের ইমাম হাফেজ মো: মিজানুর রহমানসহ ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন  প্রমূখ।

বক্তারা বলেন, চতুর্থ ধাপে সরিষাবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নের মধ্যে পিংনা ইউনিয়নের তফসীল ঘোষনা না হওয়ার পিছনে ইউপি চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন এর কুটকৌশল রয়েছে মর্মে একটি কুচক্রী মহল মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারসহ নানা কুটুক্তি করেছে।

প্রকৃত পক্ষে ঘোষিত তফসিলে খন্দকার মোতাহার হোসেন এর কোন হস্তক্ষেপ নেই। তিনিও প্রশাসনের নিকট দ্রুত তফসীল ঘোষনা দাবী করে বিশেষ মহলটির অহেতুক মিথ্যাচারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আবারও নৌকা প্রতিকের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা‘র নিকট মনোনয়নের দাবী জানান।


ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: