দুর্গাপুরে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা, আটক ১০
তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণা চালানোর সময় এক স্বতন্ত্র প্রার্থীর লোকজন তাদের প্রচারণায় বাঁধা, দোকান ভাংচুর ও হামলার ঘটনা ঘটিয়েছে। রোববার রাতে উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়নের ভুলিগাও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, রোববার রাতে নৌকা প্রার্থী রফিকুল ইসলাম রুহু এর লোকজন ওই ইউনিয়নের ভুলিগাঁও‘র মাদরাসা মার্কেটে কামরুল ইসলামের দোকানে নৌকা প্রতিকের প্রচারণা চালানোর সময় স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান এর লোকজন তাদের ওপর হামলা চালিয়ে দোকান ভাংচুরসহ প্রায় ৪০ হাজার টাকা নিয়ে যায় ।
এ সময় তাদের হামলায় মাজাহারুল ইসলাম, আব্দুল হান্নান ও মজিবুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতলে ভর্তি করেন।
এ ব্যাপারে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, আমি বা আমার কর্মীরা এ ধরনের কোনো ঘটনায় জড়িত নই। তারাই আমাদের ওপর হামলা চালিয়েছে।
দুর্গাপুর থানার ওসি শাহনূর এ আলম জানান, এ বিষয়ে নৌকা প্রার্থীর সমর্থক মাজাহারুল বাদী হয়ে ৪২ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় পুলিশ রোববার গভীর রাতে ১০জনকে আটক করেছে।
একটি মন্তব্য পোস্ট করুন