ডাঃ মোঃ শহীদুল্লাহ্, বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দাম্পত্য কলহের জের ধরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে তাসলিমা (৩৭) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ঘাগড়া ইউনিয়নের বাইঞ্জা গ্রামের প্রবাসী আবুল হাসেমের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তাসলিমার স্বামী আবুল হাসেম গত ২০১৩ সালে বাহারাইন যাওয়ার পর সেখান থেকে তার স্ত্রীর নামে নিয়মিত টাকা পাঠাতেন।
গত এক মাস আগে তিনি প্রবাস থেকে বাড়ি এসে স্ত্রীর ব্যাংক একাউন্টে টাকার কিছুটা গরমিল দেখতে পান। এ নিয়ে ক’দিন যাবত স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়।
এক পর্যায়ে সোমবার (২২ নভেম্বর)দুপুরে তাসলিমা সবার অজান্তে ইঁদুর নিধনের ট্যাবলেট খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলা উদ্দিন জানান, খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে বাইঞ্জা গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন