গৌরীপুরে স্কুলের নামে বরাদ্দকৃত টাকায় উন্নয়নে সুফল মেলেনি - পূর্বকন্ঠ

শিরোনাম :

শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

গৌরীপুরে স্কুলের নামে বরাদ্দকৃত টাকায় উন্নয়নে সুফল মেলেনি

শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে বরাদ্দকৃত উন্নয়নের ২ লাখ টাকা হরিলুটের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, করোনার সংক্রমণ ঠেকাতে প্রায় দেড় বছর বন্ধ ছিলো সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। এতে অনেক প্রতিষ্ঠানের অবকাঠামো, বেঞ্চ, রং, শিক্ষা সরঞ্জাম নষ্ট হয়ে যায়। জরুরী ভিত্তিতে এসব মেরামতের জন্য সরকার দুই লাখ টাকা করে বরাদ্দ দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে। গৌরীপুরে ৯৪টি প্রাথমিক বিদ্যালয় এ বরাদ্দ পায়। বরাদ্দের এই টাকা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে ধুম্রজাল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এ টাকা থেকে ভ্যাট ও অন্যান্য ব্যয় বাবদ ৫৫ হাজার টাকার বেশি কাজের পূর্বেই খরচ করতে হয়েছে। যে কারণে বরাদ্দ পাওয়া স্কুলগুলোর অধিকাংশই নামকাওয়াস্তে কিছু কাজ করে বিল উত্তোলন করে নিয়েছেন বলে জানা যায়।

সরেজমিনে চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্কুলের নামের সাইনবোর্ড নেই, জরাজীর্ণ অবস্থায় আছে সম্পূর্ণ বিদ্যালয়টি। ছাদের পলেস্তার খসে পড়ছে, জংধরা জানালার বেশির ভাগ পাল্লা ভাঙা। সর্বত্র অবহেলা ও অপরিচ্ছন্নতার ছাপ।

বরাদ্দের দুই লাখ টাকার কাজের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান বলেন, এ টাকা দিয়ে তিনি ছাদে জলছাদ দিয়েছেন ও জানালায় রং করিয়েছেন। এসময় সেখানে উপস্থিত কয়েকজন ছাত্র অভিভাবক এ কথার প্রতিবাদ জানান। তারা বলতে থাকেন প্রধান শিক্ষক মিথ্যা কথা বলছেন। সম্প্রতি বিদ্যালয়ে কোন কাজ হয়নি। এমনকি দুই লাখ টাকার বরাদ্দের কথাও তিনি কাওকে জানাননি।

বিদ্যালয়ের এডহক কমিটির দাতা সদস্য আবু তাহের জানান, কমিটির সদস্য হয়েও বরাদ্দের ব্যাপারে তিনি কিছু জানেন না। এ টাকা দিয়ে প্রধান শিক্ষক কি কাজ করেছেন তাও জানাননি। সম্প্রতি বিদ্যালয়ে কোন কাজও হয়নি।

এডহক কমিটির সভাপতি সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল্লাহ মোমতাজি জানান, দাতা সদস্যকে নিয়ে কাজ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নির্দেশ দেয়া হয়েছে। সব টাকা খরচ হয়নি, কিছু টাকা একাউন্টে জমা আছে।

‘গৌরীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন বলেন- স্কুলটি তিনি সরেজমিন পরিদর্শন করবেন। অনিয়ম পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: