বন্যহাতি হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন - পূর্বকন্ঠ

শিরোনাম :

সোমবার, ১৫ নভেম্বর, ২০২১

বন্যহাতি হত্যার প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

তোবারক হোসেন খোকন, দুর্গাপুর (নেত্রকোনা) : বন্য হাতি হত্যার প্রতিবাদে নেত্রকোনা দুর্গাপুরে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার দুপুরে প্রেসক্লাব মোড়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

‘কর্মসূচিতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন’র প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল, সদস্য রাজেশ গৌড়, হোসাইন আহমেদ হাসান, মহতাসিম আলম মারুফ, বিন্দু সাহা, আমিনুল ইসলাম, সানজিদা খাতুন প্রমুখ। ’

মানববন্ধন চলাকালীন বক্তারা বলেন, গত সাত দিনে শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজারে নির্মমভাবে পাঁচটি বন্য প্রাণী হত্যা করা হয়েছে। বন্যপ্রাণী সর্বদাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ কিছু স্বার্থলোভী ও চোরাকারবারি বন্যপ্রাণীদের টার্গেট করে মানুষকে ভুল ব্যাখ্যা দিয়ে বিদ্যুতের ফাঁদ পেতে প্রাণীগুলো হত্যা করা হচ্ছে।

এই হত্যার দায় কোনভাবেই স্থানীয় প্রশাসন এড়াতে পারেন না। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে অবিলম্বে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা জোর দাবি জানাই।

ঘোষনা : আমাদের পূর্বকন্ঠ ওয়েবসাইটে প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম। আপনার আশপাশে ঘটে যাওয়া খবরা খবর জানাতে যোগাযোগ করুন ০১৭১৩৫৭৩৫০২এই নাম্বারে। সমসাময়িক বিষয় নিয়ে আপনিও চাইলে পূর্বকন্ঠ অনলাইন প্রকাশনায় লিখতে পারেন কলাম/ মতামত। আপনার গঠনমূলক লেখা ছাপা হবে যথাযথ গুরুত্ব দিয়ে ( অবশ্যই সম্পাদনা সহকারে)। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিম। আমাদের রয়েছে নিউজপেপার, অনলাইন টিভি, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের থিম। আপনি কি অনলাইন রেডিও কিংবা অনলাইল লাইভ টিভি চ্যানেল বানাতে চান ? অনলাইন টিভিতে আপনি আপনার মনের মতো কনটেন্ট সম্প্রচার করতে পারবেন। আপনার এলাকার সংবাদ, প্রামান্য প্রতিবেদন দিয়ে সাজিয়ে নিন আপনার দৈনিক প্লেলিষ্ট। আপনি চাইলে ইউটিউব/ভিডিও বা সরাসরি কোন লিংক দিয়ে প্লেলিষ্ট বানিয়ে ২৪ ঘন্টা সম্প্রচার করতে পারেন। তাই আজই যোগাযোগ করুন ☎ ০১৭১৩৫৭৩৫০২ এই নাম্বারে।

কোন মন্তব্য নেই: