কাজল তালুকদার, কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন সম্পদ রক্ষাকারি এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার কলমাকান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কলমাকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ভবনে এই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালন করা হয়।
কলমাকান্দা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে স্টাফ লিডার মোঃ এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল আহাদ খান। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী,সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন সহ ফায়ার স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রাঙ্গণে অগ্নি নির্বাপণের সাজ- সরঞ্জাম পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন