“মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার ৪র্থ জাতীয় ভোটাধিকার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পূর্বধলা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস এর উদ্যোগে নানা কর্মসুচী পালিত হয়। কর্মসুচীর মধ্যেছিল র্যালী আলোচনা সভা ও স্মার্টকার্ড বিতরণ। ‘আয়োজিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’।
উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ, পূর্বধলা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানুলাল চাকী, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, ‘সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম প্রমুখ।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন