পূর্বধলায় প্রতিপক্ষের হামলায় আহত ১, গ্রেপ্তার ৩
নেত্রকোণার পূর্বধলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ শনিবার (৩ মে) দিবাগত রাতপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম আজাদ (৪৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ শনিবার (৩ মে) দিবাগত রাতে তিনজনকে গ্রেপ্তার করেছে।
আহত কালাম উপজেলার খারছাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। গত শুক্রবার রাতে পূর্বধলা - দেওটুকোন সড়কের খারছাইল নামক স্থানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত কালামের স্ত্রী মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে ১১জনের নামসহ ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে।গ্রেপ্তারকৃতরা হলেন- খারছাইল গ্রামের আব্দুল মন্নানের ছেলে রুহুল আমিন (২৫), মৃত শহর আলীর ছেলে আব্দুল মন্নান (৫৫) ও আব্দুল হাসিমের ছেলে শফিকুল ইসলাম ( ২৫)।
মামলার বিবরণে জানাযায়,আবুল কালাম আজাদ স্বাধীনতা ডটকম নামে একটি অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার। তিনি অধিকাংশ সময় ঢাকা শহরে থাকেন, মাঝে মধ্যে তিনি গ্রামে এসে সামাজিক সালিশ বৈঠক করেন। এ নিয়ে বিবাদীর সাথে তার পূর্ব বিরোধ চলে আসছিল।
গত শুক্রবার (২ মে) রাত সাড়ে নয়টার দিকে কালাম স্থানীয় দেওটুকোন বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্বধলা-দেওটুকোন সড়কের খারছাইল মধ্যপাড়া ফিরোজ খানের দোকানের সামনে আসলে প্রতিপক্ষ পূর্ব পরিকল্পিতভাবে তার গতিরোধ করে তাকে লোহার শাবল, রট,কিরিচ ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পূর্বধলা হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেলে সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ার ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় অভিযুক্ত রুহুল আমিনের সাথে যোগাযোগের চেষ্ঠা করে তাকে পাওয়া যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরে আলম জানান, হামলার ঘটনায় আহত আবুল কালাম আজাদের স্ত্রী বাদী হয়ে শনিবার রাতে খারছাইল গ্রামের রুহুল আমিনকে প্রধান আসামী করে ১১জনের নামসহ ও অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামী করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছে। শনিবার রাতেই অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
একটি মন্তব্য পোস্ট করুন