পূর্বধলায় নবনির্বাচিত ১২ ইউপি সদস্যের শপথ গ্রহণ
শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা আজ বুধবার (৯ মার্চ) দুপুরে শপথ গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।
এ সময় উক্ত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য ৩ জন ও ৯ জন সাধারণ সদস্য শপথ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহিবুল্লাহ হক, মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সোমবার ষষ্ঠ ধাপে নেত্রকোনার পূর্বধলা উপজেলার ৫নং ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন