{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

পল্লি চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার

রাজশাহী: জেলার চারঘাটে কলাবাগান থেকে পল্লি চিকিৎসকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের কানজগাড়ি এলাকার কলাবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত চিকিৎসকের নাম আব্দুল মান্নান (৭০)। তিনি ওই গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, আব্দুল মান্নান শুক্রবার বিকেলে ইফতারসামগ্রী সঙ্গে নিয়ে নিজের পাটক্ষেতে কাজ করতে যান। ‘সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন।,

পরে রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন পাটক্ষেতের পাশের কলাবাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। এ সময় স্বজনেরা তার লাশ শনাক্ত করেন। ‘পরে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’

স্থানীয় ইউপি সদস্য সাবদুল ইসলাম জানান, আব্দুল মান্নান পেশায় একজন পল্লি চিকিৎসক। শলুয়া ইউনিয়নের মালেকার মোড়ে তার ওষুধের দোকান রয়েছে। শুক্রবার বিকেলে দোকানে না গিয়ে নিজের পাটক্ষেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। ‘পরে পাটক্ষেতের পাশের কলাবাগান থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।,

চারঘাট মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ বলেন, কলাবাগান থেকে আব্দুল মান্নান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ‘অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য পুলিশ কাজ করছে।,


from Sarabangla | https://ift.tt/Ns8CrzO via IFTTT

একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন