কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার উদ্বোধন
সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি: কালীগঞ্জে আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টার উদ্বোধন করেন।
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের বিপরীত পাশে অবস্থিত চেয়ারম্যান ভিলায় অত্র ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল বাতেন মোড়লের স্ত্রী ও বর্তমান চেয়ারম্যান খাইরুল আলমের মাতা মৃত আয়েশা বেগমের স্মরনে আলিফ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এ হাসপাতালের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর ইউপি চেয়ারম্যান খাইরুল আলমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর, যুবলীগের সভাপতি এস এম আলমগীর হোসেন , জামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোড়ল, ইউপি সদস্যসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও হাসপাতালের ডাক্তার, নার্সসহ অন্যান্যরা। `পরে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।'
একটি মন্তব্য পোস্ট করুন