পূর্বধলায় দাম্পত্য কলহ সইতে না পেরে চুরিকাঘাতে গৃহবধূর আত্মহত্যা - পূর্বকন্ঠ

শিরোনাম :

মঙ্গলবার, ১৭ মে, ২০২২

পূর্বধলায় দাম্পত্য কলহ সইতে না পেরে চুরিকাঘাতে গৃহবধূর আত্মহত্যা

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দাম্পত্য কলহ সইতে না পেরে চুরিকাঘাতে আত্মহত্যা করেছেন আরিফা আক্তার (১৮) নামের এক গৃহবধূর। আজ মঙ্গলবার সকালে আরিফার শশুরবাড়ী উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহবধূ আরিফা  ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলী সাগর’র স্ত্রী ও উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, গত ৭ মাস আগে মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে আরিফাকে বিয়ে দেন   নাটেরকোনা চরপাড়া গ্রামের মড়লবাড়ীর আব্দুল খালেকের প্রবাসী ছেলে মোহাম্মদ আলী সাগরের সাথে।‘ বিয়ের পর থেকে তাদের তাদের মাঝে দাম্পত্যসহ পারিবারিক কলহ চলে আসছিল।, 

গত কয়েকদিন যাবত তাদের কলহ বেড়ে গেলে খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে আরিফার বাবা তার মেয়েকে জামাই বাড়িতে দেখতে আসেন।,

সেখানে আরিফার শ্বশুড় বাড়ির লোকজন তার বাবার সাথে রূঢ় আচরণ করার এক পর্যায়ে তাকে ও তার বাবাকে মারধর করেন।

এ সময় এমন ক্ষোভ সইতে না পেরে আরিফা ধারালে চুরি দিয়ে নিজের পেটে নিজেই আঘাত করেন। বাড়ির লোকজন তাকে দ্রুত পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।, 

পূর্বধলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজহারুল ইসলাম (আরএমও) জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে প্রচুর রক্তক্ষরণে তার এ পরিনতি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুড়কে থানায় আনা হয়েছিল।  জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। ‘তবে পুলিশী তদন্ত অব্যাহত আছে।,  


কোন মন্তব্য নেই: