পূর্বধলায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্সপূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ: নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (১২ মে) দুপুরে আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নার্সিং কর্মকর্তারা।
আনন্দ র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মুহাম্মাদ মাহমুদুল হাসান মামুন'র সভাপতিত্বে ও সিনিয়র স্টাফ নার্স রুমা রানী সাহার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ডা.বিশ্ব প্রিয় মজুমদার, ডা. খোকন চৌধুরী,স্যানিটারি ইন্সপেক্টর মো. হাশিম উদ্দিন খান, স্বাস্থ্য পরিদর্শক মো. মতিউর রহমান খান পাঠান, সিনিয়র স্টাফ নার্স জেরভাস দিখার, মিডওয়াই নহমি রিছিল ও সিএইচসিপি মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।,
একটি মন্তব্য পোস্ট করুন