কাশ্মিরে টিকটক শিল্পীকে গুলি করে হত্যা
জম্মু ও কাশ্মিরের বুদগাম জেলায় ৩৫ বছর বয়সী এক টিকটক শিল্পীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। কাশ্মির জোনের পুলিশ এ তথ্য প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে আমরিন ভাটের বাড়িতে গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা। এসময় তার মৃত্যু হয়। নিহত আমরিন ভাটের ১০ বছর বয়সী এক আত্মীয় গুলিতে আহত হয়েছেন। পুলিশের বিবৃতিতে বলা হয়, আমরিন ভাট সামাজিক মাধ্যম টিকটকে কন্টেন্ট প্রচার করতেন। ওই মাধ্যমে তিনি জনপ্রিয় ছিলেন। হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। উল্লেখ্য যে, গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মির এ নিয়ে দুইটি টার্গেট কিলিংয়ের ঘটনা ঘটলো। গত কাল শ্রীনগরে এক পুলিশের বাড়িতে বন্দুক হামলা করে সন্ত্রাসীরা। ওই হামলায় পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। The post কাশ্মিরে টিকটক শিল্পীকে গুলি করে হত্যা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.
http://dlvr.it/SR3WLF
http://dlvr.it/SR3WLF
একটি মন্তব্য পোস্ট করুন