মোহনগঞ্জে প্রতি কেজি মাছের দাম ৩৫ টাকা - পূর্বকন্ঠ

শিরোনাম :

শুক্রবার, ২৪ জুন, ২০২২

মোহনগঞ্জে প্রতি কেজি মাছের দাম ৩৫ টাকা

এস,এম,সারোয়ার খোকন, মোহনগঞ্জ (নেত্রকোনা) :

নেত্রকোনার মোহনগঞ্জে ১কেজি সিলভার মাছ বিক্রি হচ্ছে ৩৫ টাকায় আর ৩ কেজি বিক্রি হচ্ছে ১শ’টাকায়।  

পৌরসভাসহ ৭টি ইউনিয়নে চাষীদের পুকুর থেকে সাম্প্রতিক বন্যায়  ভেসে যাওয়া এই মাছ ডিঙ্গাপোতা হাওরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে। কার্প জাতীয় মাছ নিন্ম আয়ের মানুষ সস্তায় কিনে নিচ্ছে। উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান বাজারে ডেকে ডেকে বিক্রি করছে এই মাছ। 

ওই ইউনিয়নের শেওড়াতলী মাছ বিক্রেতা জেলে নূরুল ইসলাম জানান, তাদের খনা জালে বিপুল পরিমান এসব মাছ ধরা পড়ছে।  মাছ চাষী মিয়াজান আক্ষেপ করে বলেন,  আমি নিজের পুকুরে ২০০টাকা কেজি কিনে পোনা  ছেড়েছিলাম বন্যার জলে সব ভেসে গেছে হাওরে।,




কোন মন্তব্য নেই: