{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

⦿ এই মাত্র পাওয়া

আজ খ্রিস্টাব্দ,

মোহনগঞ্জে বানবাসী মানুষের পাশে সেনাবাহিনী

এস,এম, সারোয়ার খোকন :

নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভাসহ ৭টি ইউনিয়নে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও দেখা দিয়েছে খাদ্য, পানি ও ঔষধ সংকট। বর্তমানে পানি কমে যাওয়ায় কোন কোন বানবাসী মানুষ বাড়ী ঘরে ফিরছে। এ সময় সরকারী ত্রান ছাড়াও বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়াচ্ছে।, 

আজ (২৪জুন) শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুজ সাকিবের নেতৃত্বে  গাগলাজুর ইউনিয়নের দরুনা,কানুহারী,বরান্তর হাওর গ্রামের দূর্গত মানুষের মাঝে ১০০প্যাকেট ত্রান, ৫০০শ বোতল সেনা পানি, প্রয়োনীয় ঔষধ, শিশুখাদ্য ও গোখাদ্য বিতরণ করেন।,

পরে  মাঘান সিয়াধার ইউনিয়নের মাঘান বাজারে সেনা বাহিনীর তত্ববধানে  বন্যা কবলিত মানুষের মাঝে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের  মাধ্যমে নদী থেকে পানি উত্তোলন করে দশ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হয়।, 

এ সময় উপস্থিত ছিলেন, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাজমুজ সাকিব,সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহাঙ্গীর আলম,সেনাবাহিনীর ওয়রেন্ট অফিসার মোঃ রবিউল আলম প্রমুখ।, 


একটি মন্তব্য করুন

ads
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন