{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}
Header Ads

আজ ,

⦿ এই মাত্র পাওয়া

পূর্বধলায় অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

পূর্বধলায় এক অজ্ঞাতনামা ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১মার্চ) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার
প্রকাশঃ
অ+ অ-

শফিকুল আলম শাহীন :  নেত্রকোনার পূর্বধলায় এক অজ্ঞাতনামা ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। আজ মঙ্গলবার (২১মার্চ) সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার খলিশাউড় ইউনিয়নের জালশুকা নামক স্থান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে স্থানীয় লোকজন শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ওই অজ্ঞাত ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।,


পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে  আনুমানিক ৩৫/৩৬ বছরের এক অজ্ঞাতনামা ব্যক্তির ছিন্ন-বিচ্ছিন্ন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।,


ধারণা করা হচ্ছে গত রাতের কোনো এক সময় দ্রæতগামী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছে। এ সময় তার লাশের উপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায় ।,' 




একটি মন্তব্য করুন

ads
]
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন