এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীদেরকে মারধরের অভিযোগের মামলায় নেত্রকোনার পূর্বধলায় শহিদুল ইসলাম (৪৮) নামের এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের লাউজানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শহিদুল ঐ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলকাছ উদ্দিনের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের বর্তমান সভাপতি।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ শহিদুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন গত ১ আগস্ট ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়করা উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াললিখনের সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন ছাত্রদেরকে মারধর করে।



ঘটনায় গত ২১ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাকিব আহমেদ সেতু বাদী হয়ে যুবলীগ নেতা আকাইদুল ইসলাম রুমানকে প্রধান আসামী করে ১৫জনের নামসহ ও অজ্ঞাতনামা আরো ১০/১২জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও