{getBlock} $results={3} $label={রাজনীতি} $type={headermagazine}

পূর্বধলায় কাভার্ড ভ্যান-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৫০) ও রোকেয়া খাতুন (৪২) নামে দুই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত নি

পূর্বধলা (নেত্রকোণা) সংবাদদাতা : নেত্রকোণার পূর্বধলায় একটি কাভার্ড ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিজাম উদ্দিন (৫০) ও রোকেয়া খাতুন (৪২) নামে দুই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহত নিজাম উদ্দিন ছিলেন অটোরিকশার চালক ও তার স্ত্রী এবং কন্যা ছিলেন যাত্রী।

আজ শনিবার (২৪ মে) সন্ধা সোয়া সাতটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উপজেলার পাবই শেখপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত ওই দম্পতির কন্যা সোমাইয়া গুরুতর আহত হয়। নিহত নিজাম উদ্দিন উপজেলার ছোছাউড়া গ্রামের মৃত আব্দুল আজিতের ছেলে।

এ ঘটনায় স্থানীয় লোকজন কাভার্ড ভ্যানের চালক রাসেল (৩০) ও হেলপার মেহেদী হাসানকে (২২) আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানাযায়, আজ দুপুরে অটোরিকশা চালক নিজাম উদ্দিন তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নিজের অটোতে করে তার ছেলে অলিউল্লার জন্য পাত্রী দেখতে উপজেলার ফাজিলপুর গ্রামে গিয়ে ছিলেন। 

ফেরার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাবই শেখপাড়া নামক স্থানে একটি প্রাণ কোম্পানীর কাভার্ড ভ্যানের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।  

পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) নূরুল আলম জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দসহ কাভার্ড ভ্যানের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন